চান্দিনা প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগুর এলাকায় সিএনজি অটোরিকশা উল্টে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে চারজন। নিহতের নাম কাজী রেনু মিয়া (৬৫)।
শুক্রবার দুপুর সাড়ে ১১টায় উপজেলাধীন চান্দিনা-দেবিদ্বার আঞ্চলিক সড়কের বাগুর এলাকায় অটোরিকশাটি পৌঁছালে একটি শিশু সড়ক পারাপারের উদ্দেশ্যে দৌঁড় দেয়। তৎক্ষণাৎ চালক ব্রেক কষলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাশের একটি সীমানা প্রাচীরে ধাক্কা খায়। এ সময় বেশ কয়েজন আহত হয়। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় রেনু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনেছি। নিহতের লাশ স্বজনরা হাসপাতাল থেকে নিয়ে গেছে।’