ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযান, লাখ টাকা জরিমানা

সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ ড্রেজার বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

সোমবার বিকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সুরানন্দী গ্রামে এই অভিযান পরিচালনা করে লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।

জানা যায়, সুরানন্দী গ্রামের বিলে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করছে একটি মহল। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় অবৈধভাবে মাটির উত্তোলনের দায়ে বালুমাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আরো দুইটি স্থান হতে দুইটি ড্রেজার ও প্রায় ২ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ফসলে জমি ধ্বংসের পাশাপাশি পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। তাই এসব কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।
স্থানীয় বাসিন্দারা এ অভিযানের প্রশংসা করে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজারের কারণে এলাকার কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে এক সময় কৃষকের চাষ করার প্রয়োজনীয় জমিও থাকবে না। প্রশাসনের এই পদক্ষেপে প্রশংসনীয়। “জনসেবায় প্রশাসন”—এই নীতিকে সামনে রেখে মুরাদনগর উপজেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করেন স্থানীয়রা।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় মুরাদনগর উপজেলা বিএনপির দোয়া মাহফিল

মুরাদনগরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযান, লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৫:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ ড্রেজার বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

সোমবার বিকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সুরানন্দী গ্রামে এই অভিযান পরিচালনা করে লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।

জানা যায়, সুরানন্দী গ্রামের বিলে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করছে একটি মহল। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় অবৈধভাবে মাটির উত্তোলনের দায়ে বালুমাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আরো দুইটি স্থান হতে দুইটি ড্রেজার ও প্রায় ২ হাজার ফুট পাইপ অপসারণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ফসলে জমি ধ্বংসের পাশাপাশি পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। তাই এসব কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।
স্থানীয় বাসিন্দারা এ অভিযানের প্রশংসা করে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজারের কারণে এলাকার কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে এক সময় কৃষকের চাষ করার প্রয়োজনীয় জমিও থাকবে না। প্রশাসনের এই পদক্ষেপে প্রশংসনীয়। “জনসেবায় প্রশাসন”—এই নীতিকে সামনে রেখে মুরাদনগর উপজেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করেন স্থানীয়রা।