মুরাদনগর বার্তা ডেস্কঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় খেলার মাঠে দর্শকদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বাস উঠে যায়। এ ঘটনায় একজন নিহত এবং আরো অন্তত চারজন আহত হয়েছেন।
নিহত গিয়াস উদ্দিন উপজেলার দুলারামপুর গ্রামের বাসিন্দা ও মৃত শহীদ মিয়ার ছেলে।
শনিবার বিকেলে উপজেলা সদরের ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মুরাদনগরে ইলিয়টগঞ্জ এক্সপ্রেস নামক একটি বাস থানা রোড দিয়ে যাওয়ার পথে ডি.আর. স্কুল মাঠের পাশে ফুটবল খেলা দেখতে আসা দর্শকদের উপর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায়। এ সময় ঘটনাস্থলেই গিয়াস উদ্দিন (৪০) নামে অটোরিকশা চালকের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি, দুর্ঘটনাকবলিত বাসটির চালক ছিল অপ্রাপ্তবয়স্ক, যার বয়স আনুমানিক ১৫-১৬ বছর। তারা জানান, চালকের অভিজ্ঞতা ও বয়সজনিত অযোগ্যতাই এই দুর্ঘটনার মূল কারণ। অপ্রাপ্তবয়স্ক চালক দিয়ে বাণিজ্যিক গাড়ি পরিচালনার ঘটনায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস ও চালককে পুলিশি হেফাজতে আনা হয়েছে।