মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা তরুণ ওলামা পরিষদ মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি মুরাদনগর বড় মাদ্রাসার মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।
মাওলানা হাফেজ জাকারিয়া এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুফতি সাদেকুল ইসলাম , মাওলানা আব্দুর রহমান আল মুজাফফার, মুফতি মাহমুদ হাসান, মুফতি যোবায়ের সাইফুল্লাহ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের তীব্র প্রতিবাদ জানান এবং এর অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করার হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা অভিযোগ করেন যে, এই কার্যালয়টি দেশ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়নের একটি ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। সমাবেশ থেকে বক্তারা পাঁচ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো— ১.জাতিসংঘ মানবাধিকার কমিশনের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি বাতিল ২. সমকামিতা, ট্রান্সজেন্ডার পরিচয় ও লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করে আইন প্রণয়ন ৩. ‘জঙ্গি নাটক’ ও ভিত্তিহীন মামলা বন্ধ ৪. পতিতাবৃত্তিকে বৈধতা দেওয়ার সব প্রচেষ্টা বন্ধ এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা ৫. ধর্মীয় ও নৈতিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মুফতি আবু মুসা, হাফেজ আবুল বাশার, মুফতি আবু ওসামা বেলাল, মাওলানা নুরুজ্জামান, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা ওয়াহিদুজ্জামান, মাওলানা আমানুল্লাহ, মুহাম্মদ নাজমুল হাসান আমজাদ, হাফেজ বাবুল ও মুহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ।