মো: মাসুম মুন্সী, স্টাফ রির্পোটার, কুমিল্লাঃ
কুমিল্লার চান্দিনা উপজেলায় ৩০ হাজার পিস ইয়াবাসহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট পিএম ফিরোজ আলমসহ (৪৪) দুইজনকে আটক করেছে পুলিশ। ফিরোজ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপাড়া গ্রামের বাসিন্দা। অপরজন হলেন, তার গাড়ি চালাক আবুল হাসান (৪৮)।
পুলিশ জানায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় ঢাকাগামী প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় তাদেরকে আটক করা হয়।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) রাহাত ছিদ্দিকী জানান, পিএম ফিরোজ একজন মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ইয়াবা এনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।