ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যু

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) শুরুঃ
ব্রাহ্মণবাড়িয়ার মেয়রগঞ্জ ফাঁড়ড়ে পুলিশ হেফাজতে পার্টির ক্ষমতার বিরুদ্ধে একক অভিযোগের অভিযোগ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) এ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. মহিমাকে অনুরোধ করে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।
বাহাব্দুল্লাহ (২৭) বাঞ্ছারামপুর রাজনৈতিক তেতেলী ইউনিয়নের চারদিনমজুর আবুল ইয়ার ছেলে। আবুল ইয়ার আরো ২ ছেলে রয়েছে।
আজ (২৯ সেপ্টেম্বর) রাতে বাঞ্ছাপুর রাজ্যে তেজখালী বিশনারাম-বঞ্চার যোগাগা ইউপির স্থানীয় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। মধ্যবর্তী তার পরিবারে শোকের মাতম।
অবিবাহিত আবদ পুলিশের স্বজনরা ময়নাদন্তের পর লাশ বাড়িতে আনলে হৃদয় বিদারকের দৃশ্য অবতারনা হয়।
স্থানীয় অভিযোগ, গত ১৭ সেপ্টেম্বর ছলিমগঞ্জ ইউনিয়নের বড়ইল এগিয়ে নগদ অর্থ চুরির অভিযোগ গণনা। এ ব্যবচ্ছেদ সূত্র ধরে ২৩ সেপ্টেম্বর সলিমগঞ্জ বাজার সিএনজি স্ট্যান্ড থেকে আবদুল্লাকে ইস্ট করা হয়। স্থানীয় নেতা তাকে মারধর করে বাড়িতে নিয়ে যায় এবং সেখানে দল গঠন করা হয়। পরে সলনি সদস্য আবদুল্লাকেগঞ্জে অস্থায়ী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। ফাঁড়িতে নেওয়ার পরও না দেখা যায়। তার হাতের নখ উপড়ে ফেলা হয়, কপালে প্রচন্ড লেখা হয়।
স্থলের পরিবারে দেখা গেছে, নবনগর কেন্দ্র ওসি প্রকাশ এবং পুলিশ সুপার সুপার অবগত করে তাকে চার দিন ফাঁড়িতে ইন্সটল রাখা হয় এবং বিভিন্ন এলাকায় গড়ে ওঠে। এর সময় বাবু (রাব্বি) ও মাসুদ রানা একজনকে দেখা করার জন্যে ফারাগড়ে দেখতে আবদুল্লাকে দেখতে পাওয়া যায়।
অনুরোধ করা হলে তাকে সালিমগঞ্জ অলিউর রহমান গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ুন। সেখানে তিন দিন চিকিৎসার জন্য অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া সদর গ্রুপের অবস্থা। সেখানে চিকিৎসাধীন বারবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আব্দুল্লাহ মারা যান।
এ এক যোগে ছোট ভাই সাকিল আই বাদী হয়ে (২৯ সেপ্টেম্বর) এক কথা বলেছেন। ছলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো. মহি আলামিন, তবিয়্যা, আয়নাল ভালোসহ চারজনের নাম উল্লেখ করে আরও ২০-২৫ গুরুতর অজ্ঞাত আসামি করা হয়েছে। কাউন্টার এজায়ে উল্লেখ করা হয়, আসামিরা একত্রিত হয়ে আবদুল্লাহকে শারীরিক ও মানসিকভাবে আলোচনা করেন এবং সামনের দিকে ঠেলে দেন।
আল্লাহতালা অনেকের পর স্থানীয় জন ক্ষুব্ধ হয়ে সকাল সকাল সলিম ফাঁড়ি ঘেরাও গঞ্জ করে সমাবেশ ও মানববন্ধন করে। উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা ঊর্তন শক্তি বন্ধ করে দেয় এবং ফাঁদে পরে সেনা মোদ্রেন করে।
মধ্যপ্রাচ্যের পর পর এহতেশামুল পুলিশ সুপার পরিদর্শন করেন। এ সময় ফাঁড়ির ইনচার্জ মো. মহিমাকে প্রশ্নবাদের ইন্সটিট করার জন্য। গত সোমবার বিকাল ৩ সালিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো. মহিমাকে প্রয়োগ করে আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়ি জেলা পুলিশ সুপার মো. এহতেশামুল বলেন, এ আমি এক পুলিশ সদস্যসহ পাঁচজন আসামি করে প্রশ্ন করা হয়েছে। প্রশাসনে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছি। এছাড়াও আসামিদের পছন্দে আমাদের রয়েছে।
জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে পতিতাবৃত্তি মানবপাচার ব্যবসার অভিযোগে গ্রেফতার ৬জন

বাঞ্ছারামপুরে পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৬:৫০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) শুরুঃ
ব্রাহ্মণবাড়িয়ার মেয়রগঞ্জ ফাঁড়ড়ে পুলিশ হেফাজতে পার্টির ক্ষমতার বিরুদ্ধে একক অভিযোগের অভিযোগ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) এ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. মহিমাকে অনুরোধ করে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।
বাহাব্দুল্লাহ (২৭) বাঞ্ছারামপুর রাজনৈতিক তেতেলী ইউনিয়নের চারদিনমজুর আবুল ইয়ার ছেলে। আবুল ইয়ার আরো ২ ছেলে রয়েছে।
আজ (২৯ সেপ্টেম্বর) রাতে বাঞ্ছাপুর রাজ্যে তেজখালী বিশনারাম-বঞ্চার যোগাগা ইউপির স্থানীয় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। মধ্যবর্তী তার পরিবারে শোকের মাতম।
অবিবাহিত আবদ পুলিশের স্বজনরা ময়নাদন্তের পর লাশ বাড়িতে আনলে হৃদয় বিদারকের দৃশ্য অবতারনা হয়।
স্থানীয় অভিযোগ, গত ১৭ সেপ্টেম্বর ছলিমগঞ্জ ইউনিয়নের বড়ইল এগিয়ে নগদ অর্থ চুরির অভিযোগ গণনা। এ ব্যবচ্ছেদ সূত্র ধরে ২৩ সেপ্টেম্বর সলিমগঞ্জ বাজার সিএনজি স্ট্যান্ড থেকে আবদুল্লাকে ইস্ট করা হয়। স্থানীয় নেতা তাকে মারধর করে বাড়িতে নিয়ে যায় এবং সেখানে দল গঠন করা হয়। পরে সলনি সদস্য আবদুল্লাকেগঞ্জে অস্থায়ী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। ফাঁড়িতে নেওয়ার পরও না দেখা যায়। তার হাতের নখ উপড়ে ফেলা হয়, কপালে প্রচন্ড লেখা হয়।
স্থলের পরিবারে দেখা গেছে, নবনগর কেন্দ্র ওসি প্রকাশ এবং পুলিশ সুপার সুপার অবগত করে তাকে চার দিন ফাঁড়িতে ইন্সটল রাখা হয় এবং বিভিন্ন এলাকায় গড়ে ওঠে। এর সময় বাবু (রাব্বি) ও মাসুদ রানা একজনকে দেখা করার জন্যে ফারাগড়ে দেখতে আবদুল্লাকে দেখতে পাওয়া যায়।
অনুরোধ করা হলে তাকে সালিমগঞ্জ অলিউর রহমান গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ুন। সেখানে তিন দিন চিকিৎসার জন্য অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া সদর গ্রুপের অবস্থা। সেখানে চিকিৎসাধীন বারবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আব্দুল্লাহ মারা যান।
এ এক যোগে ছোট ভাই সাকিল আই বাদী হয়ে (২৯ সেপ্টেম্বর) এক কথা বলেছেন। ছলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো. মহি আলামিন, তবিয়্যা, আয়নাল ভালোসহ চারজনের নাম উল্লেখ করে আরও ২০-২৫ গুরুতর অজ্ঞাত আসামি করা হয়েছে। কাউন্টার এজায়ে উল্লেখ করা হয়, আসামিরা একত্রিত হয়ে আবদুল্লাহকে শারীরিক ও মানসিকভাবে আলোচনা করেন এবং সামনের দিকে ঠেলে দেন।
আল্লাহতালা অনেকের পর স্থানীয় জন ক্ষুব্ধ হয়ে সকাল সকাল সলিম ফাঁড়ি ঘেরাও গঞ্জ করে সমাবেশ ও মানববন্ধন করে। উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা ঊর্তন শক্তি বন্ধ করে দেয় এবং ফাঁদে পরে সেনা মোদ্রেন করে।
মধ্যপ্রাচ্যের পর পর এহতেশামুল পুলিশ সুপার পরিদর্শন করেন। এ সময় ফাঁড়ির ইনচার্জ মো. মহিমাকে প্রশ্নবাদের ইন্সটিট করার জন্য। গত সোমবার বিকাল ৩ সালিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো. মহিমাকে প্রয়োগ করে আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়ি জেলা পুলিশ সুপার মো. এহতেশামুল বলেন, এ আমি এক পুলিশ সদস্যসহ পাঁচজন আসামি করে প্রশ্ন করা হয়েছে। প্রশাসনে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছি। এছাড়াও আসামিদের পছন্দে আমাদের রয়েছে।