ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দেবিদ্বারে সন্ত্রাসী হামলায় ৮ সাংবাদিক আহত

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সংবাদ সংগ্রহে যাওয়া ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় ৮ সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এসময় হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার এলাহাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন— দৈনিক দিনকালের প্রতিনিধি পারভেজ সরকার, এশিয়ান টিভির প্রতিনিধি নেছার উদ্দিন, দৈনিক আজকের কুমিল্লার প্রতিনিধি সোহরাব হোসেন, দৈনিক ডাক প্রতিদিনের প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি আবু বক্কর ছিদ্দিক, দৈনিক কালবেলার প্রতিনিধি জহিরুল ইসলাম মারুফ, দৈনিক ভোরের দর্পণের শাহজালাল এবং এটিএন (এমসিএল) নিউজের প্রতিনিধি সাইফুল ইসলাম সজিব।

স্থানীয় সূত্রে জানা যায়, উটখাড়া মাজারের খাদেম মৃত আব্দুল খালেক ফকিরের স্ত্রী কমলা খাতুনের পরিবারের সঙ্গে প্রতিবেশী সাহেববাড়ির শাহজাহানের পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার হামলা ও মামলা হয়েছে। সম্প্রতি শাহজাহানের পরিবার কমলা খাতুনের বসতবাড়ির একমাত্র প্রবেশপথে দেয়াল তুলে বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়ার উদ্যোগে সালিস ডাকা হয়।

এ বিষ‌য়ে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকরা সালিসের অদূরে হাকিম মিয়ার চায়ের দোকানে বসে তথ্য সংগ্রহ করছিলেন। এসময় শাহজাহান (৪৫), জসীম উদ্দিন (৩০), সাগর (২৫), মজলু (৩০), বিল্লাল (২৭) নেতৃত্বে ২৫-৩০ জন সশস্ত্র লোক অতর্কিতভাবে সাংবাদিকদের উপর হামলা চালায়। তারা সাংবাদিকদের মারধর করে মোবাইল, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় সাংবাদিক সোহরাব হোসেনের পরিবারকেও হামলার শিকার হতে হয়। হামলাকারীরা সোহরাবের পিতা জাকির হোসেনের মাথা ফাটিয়ে দেয়, তার মা নার্গিস বেগম ও স্ত্রী বৃষ্টি আক্তারকে পিটিয়ে আহত করে এবং ছোট বোন রুমি আক্তারের হাত ভেঙে দেয়।

গুরুতর আহত সাংবাদিক পারভেজ সরকার, নেছার উদ্দিন, সোহরাব হোসেন, আনোয়ার হোসেনসহ জাকির হোসেন, নার্গিস বেগম ও রুমি আক্তারকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আমার দেশ পত্রিকার প্রতিনিধি আবু বক্কর ছিদ্দিক বলেন, “আমরা সালিসের আগে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ ২৫-৩০ জন এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং মোবাইল, ক্যামেরা ও টাকা ছিনিয়ে নেয়।”

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়া জানান, সালিস শুরু হওয়ার আগেই চায়ের দোকানে সংঘর্ষ হয় এবং তিনি সাংবাদিকদের রক্ষার চেষ্টা করেন।

দেবিদ্বার থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) মাঈনুদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিকদের খোঁজ নিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু বাংলাদেশের

দেবিদ্বারে সন্ত্রাসী হামলায় ৮ সাংবাদিক আহত

আপডেট সময় ০৪:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সংবাদ সংগ্রহে যাওয়া ৮ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় ৮ সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এসময় হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার এলাহাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন— দৈনিক দিনকালের প্রতিনিধি পারভেজ সরকার, এশিয়ান টিভির প্রতিনিধি নেছার উদ্দিন, দৈনিক আজকের কুমিল্লার প্রতিনিধি সোহরাব হোসেন, দৈনিক ডাক প্রতিদিনের প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি আবু বক্কর ছিদ্দিক, দৈনিক কালবেলার প্রতিনিধি জহিরুল ইসলাম মারুফ, দৈনিক ভোরের দর্পণের শাহজালাল এবং এটিএন (এমসিএল) নিউজের প্রতিনিধি সাইফুল ইসলাম সজিব।

স্থানীয় সূত্রে জানা যায়, উটখাড়া মাজারের খাদেম মৃত আব্দুল খালেক ফকিরের স্ত্রী কমলা খাতুনের পরিবারের সঙ্গে প্রতিবেশী সাহেববাড়ির শাহজাহানের পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার হামলা ও মামলা হয়েছে। সম্প্রতি শাহজাহানের পরিবার কমলা খাতুনের বসতবাড়ির একমাত্র প্রবেশপথে দেয়াল তুলে বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়ার উদ্যোগে সালিস ডাকা হয়।

এ বিষ‌য়ে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকরা সালিসের অদূরে হাকিম মিয়ার চায়ের দোকানে বসে তথ্য সংগ্রহ করছিলেন। এসময় শাহজাহান (৪৫), জসীম উদ্দিন (৩০), সাগর (২৫), মজলু (৩০), বিল্লাল (২৭) নেতৃত্বে ২৫-৩০ জন সশস্ত্র লোক অতর্কিতভাবে সাংবাদিকদের উপর হামলা চালায়। তারা সাংবাদিকদের মারধর করে মোবাইল, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় সাংবাদিক সোহরাব হোসেনের পরিবারকেও হামলার শিকার হতে হয়। হামলাকারীরা সোহরাবের পিতা জাকির হোসেনের মাথা ফাটিয়ে দেয়, তার মা নার্গিস বেগম ও স্ত্রী বৃষ্টি আক্তারকে পিটিয়ে আহত করে এবং ছোট বোন রুমি আক্তারের হাত ভেঙে দেয়।

গুরুতর আহত সাংবাদিক পারভেজ সরকার, নেছার উদ্দিন, সোহরাব হোসেন, আনোয়ার হোসেনসহ জাকির হোসেন, নার্গিস বেগম ও রুমি আক্তারকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আমার দেশ পত্রিকার প্রতিনিধি আবু বক্কর ছিদ্দিক বলেন, “আমরা সালিসের আগে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ ২৫-৩০ জন এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং মোবাইল, ক্যামেরা ও টাকা ছিনিয়ে নেয়।”

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়া জানান, সালিস শুরু হওয়ার আগেই চায়ের দোকানে সংঘর্ষ হয় এবং তিনি সাংবাদিকদের রক্ষার চেষ্টা করেন।

দেবিদ্বার থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) মাঈনুদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিকদের খোঁজ নিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।