মো: মোশাররফ হোসেন মনিরঃ
কুমিল্লার চান্দিনা উপজেলায় ৩০ হাজার পিছ ইয়াবাসহ শনিবার সাবেক সেনা সার্জেন্ট ফিরোজ আলমকে (৪৪) গ্রেফতারের পর এ সিন্ডিকেটের অন্যতম হোতা তারেককে (২৫) গ্রেফতার করে হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে কক্সবাজার থেকে স্হানীয় পুলিশের সহযোগিতায় কুমিল্লা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে তাকে কুল্লিার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
তারেক কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া গ্রামের এনামুল হকের ছেলে।
পুলিশ জানায়, ফিরোজ আলমের দেয়া তথ্যে তারেককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা কক্সবাজার ও চট্টগ্রাম থেকে মাদক এনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল।
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শাহ কামাল আকন্দ জানান, তারেক কক্সবাজার এলাকার একটি শক্তিশালী মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্য।