মো: মেহেদী হাসান, ২৯ ডিসেম্বর (মুরাদনগর বার্তা ডটকম):
সারাদেশ ব্যাপী ২০ দলীয় জোটের ডাকা হরতালের প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ১০ টায় হরতাল বিরোধী মিছি করে মুরাদনগর উপজেলা আওয়ামীলীগ।
উপজেলা দলিয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলিয় কার্যালয়ে এসে শেষ করে।
হরতাল বিরোধী মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, যুবলীগ নেতা বশির আহম্মেদ, নূরুদ্দিন সরকার রিপন, উত্তর জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আলামিন সরকার, সদর ইউপি আ’লীগ সসভাপতি সামসুজ্জামান, মৎসজিবিলীগ আহ্বায়ক মো: হাসিফ, সেচ্ছাসেবকলীগ আহ্বায়ক আব্দুর রহিম, সেচ্ছাসেবকলীগ সদস্য সচিব সেলিম সরকার, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগ যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা সেচ্ছাসেবকলীগ যুগ্ম-আহ্বায়ক মনিক সরকার, খাইরুল ইসলাম, মাফুজুলল ইসলাম, শামিম সরকার, ছাত্রলীগ নেতা মনির হোসেন প্রমুখ।