স্টাফ রির্পোটারঃ
কুমিল্লার লাকসামে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিনশিশুসহ একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। রবিবার সকাল সোয়া ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার ছিলনিয়া (কালিয়া চৌ) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম থানার ওসি (তদন্ত) আশফাকুর রহমান জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী মাইক্রোবাসটি লাকসামের ছিলনিয়া (কালিয়া চৌ) নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একই পরিবারের পাঁচজন নিহত হন।
নিহতরা হচ্ছেন- লহ্মীপুর সদর উপজেলার বেলিয়াই গ্রামের শাহাব উদ্দিন (৪৫), আনোয়ারুল কবির (৪০) ও তার তিন সন্তান রাইসা মোনতাছির (১২), রাইছা তাবাসুম (৭) শাহিন আল মোনতাছির (৩)।
ওই দুর্ঘটনায় আনোয়ারুল কবিরের স্ত্রীসহ আরো তিনজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।