মুরাদনগর বার্তা ডেস্কঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা বুধবার দুপুরে স্থানীয় সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আতিকুর রহমান হেলালের সভাপতিত্বে সহসভাপতি মিজানুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি জহিরুল ইসলাম মুন্সী, জসিম উদ্দিন, মির্জা মোহাম্মদ বাসেত, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মাশুক, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জাকির হোসেন, আবুল কালাম আজাদ পিন্টু, ইউনিয়ন সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, আব্দুল আজিজ ও সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান প্রমুখ।
বর্ধিত সভায় ইউনিয়ন কমিটি গঠনসহ সংগঠনকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়।