তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা মডেল বোরো ধানবীজ বিপনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এর উদ্বোধন করা হয়। কমিউনিটি ফারমারস্ ক্লাবের বোরো ধানবীজ বিপনন শুরু হয়।
এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইং এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আব্দুল আজিজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ মো. মুজিবুর রহমান, হোমনা থানা কর্মকর্তা রসুল আহমেদ নিজামী, কুমিল্লা অঞ্চলের উপ পরিচালক কৃষি মো.আসাদুল্লাহ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জুলফিকার আলী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল। সফল কৃষক লাল মিয়া ও কিষাণী হাসেনা বেগম প্রমুখ।