তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলায় ইয়াবাসহ মো.কাউসার (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সে মুরাদনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের মো. জুলু মিয়ার ছেলে ।
পুলিশ সূত্রে জানা যায় , রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হোমনা উপজেলার কাশিপুর গ্রামের মৎস্য প্রজেক্টের সামনে পাকা রাস্তা ইহতে তাকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশী করে ৫০ পিস ইয়াবা পাওয়া যায় ।
হোমনা থানার এ,এস,আই কামরুল ইসলাম বাদী হয়ে ১৯৯০ সালের মাদক আইনে মামলা দায়ের করেন ।
হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে । আজ সোমবার তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।