মো: জামাল হোসেন:
০১ জানুয়ারী (মুরাদনগর বার্তা ডটকম):
সারাদেশের মত কুমিল্লার মুরাদনগরেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার উৎসব মূখর পরিবেশে শুরু হয়েছে বই উৎসব।
বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলার মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাড়ে দশটায় মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মুনসুর উদ্দিন।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ, এন, এম মাহবুব আলম, ইউআরসি প্রশিক্ষক রুহুল আমিন, এটিও আসাদ, ব্যবসায়ী খলিলুর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন স্কুল ঘুরে দেখা গেছে, নতুন বই নিতে সকাল থেকেই বিদ্যালয়গুলোতে হাজির হয় ছাত্র-ছাত্রীরা। হাতে নতুন পাঠ্য বই পেয়ে শিক্ষার্থীরা মেতে ওঠে আনন্দ উৎসবে।