মো. আবু রায়হান চৌধুরী, হোমনা থেকেঃ
কুমিল্লার হোমনায় উপজেলা শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও পৌর শ্রমিক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় হোমনা শিল্পকলা একাডেমির হল রুমে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন শেষে রাতে উপজেলা শ্রমিক লীগ আহ্বায়ক এসএম সালাহউদ্দিন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক কমিটি ঘোষণা করেন। মো. গোলাম মোস্তফাকে আহ্বায়ক ও মো.ইব্রাহিমকে যুগ্ন-আহ্বায়ক করে মোট ২৯ সদস্য বিশিষ্ট হোমনা পৌর শ্রমিক লীগের এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
হোমনা উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো.সালাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হোমনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ।
উপজেলা সদস্য সচিব মো. আল-আমিন মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হোমনা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকন, হোমনা পৌর আওয়ামীলীগের সভাপতি মো.আনোয়ার হোসেন বাবুল,সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন মোসলেম,হোমনা পৌর মেয়র এ্যাডভোকেট মো. নজরুল ইসলাম সরকার, সাবেক প্যানেল মেয়র মো. মানিক মিয়া ইমন,হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. মহসিন সরকার, হোমনা উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম কিশোর, সাধারণ সম্পাদক মো. মেজবাহ্ উদ্দিন সরকার,সহ-সভাপতি মো.লুৎফর রহমান লাখ মিয়া।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,হোমনা পৌর শ্রমিক লীগের যুগ্ন-আহ্বায়ক মো. আসাদুজ্জামান আসাদ,মো. মহসিন সরকার,বাবর মিয়া, শামিম মিয়া,মো.জামান ভূঁইয়া, নব-গঠিত পৌর শ্রমিক লীগের যুগ্ন-আহ্বায়ক মো. ইব্রাহিম প্রমুখ।