ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িচংয়ে দিনমজুরের লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লায় আলমগীর হোসেন (৪৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে জেলার বুড়িচং উপজেলার ফরিজপুর এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি (তদন্ত) বদিউল আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর এলাকায় সড়কের পাশে রবিবার সকালে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। দুপুর পৌনে ২টার দিকে বুড়িচং থানার অধীন দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ওই স্থান থেকে লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
বুড়িচং থানার ওসি (তদন্ত) বদিউল আলম জানান, লাশটি দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের আনছর আলীর ছেলে আলমগীর হোসেনের। তার ভাগিনা জসিম উদ্দিন লাশটি শনাক্ত করেছেন।
তিনি আরো জানান, দুর্বৃত্তরা আলমগীর হোসেনকে শনিবার রাতের যে কোনো সময় শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশটি ওই স্থানে ফেলে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ: স্বাগত জানাতে মুরাদনগরে ব্যাপক প্রস্ততি

বুড়িচংয়ে দিনমজুরের লাশ উদ্ধার

আপডেট সময় ০৯:৩৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০১৬
বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লায় আলমগীর হোসেন (৪৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে জেলার বুড়িচং উপজেলার ফরিজপুর এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি (তদন্ত) বদিউল আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর এলাকায় সড়কের পাশে রবিবার সকালে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। দুপুর পৌনে ২টার দিকে বুড়িচং থানার অধীন দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ওই স্থান থেকে লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
বুড়িচং থানার ওসি (তদন্ত) বদিউল আলম জানান, লাশটি দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের আনছর আলীর ছেলে আলমগীর হোসেনের। তার ভাগিনা জসিম উদ্দিন লাশটি শনাক্ত করেছেন।
তিনি আরো জানান, দুর্বৃত্তরা আলমগীর হোসেনকে শনিবার রাতের যে কোনো সময় শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশটি ওই স্থানে ফেলে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।