দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, সরকার অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ বিষয়ে কুমিল্লার দেবিদ্বারে এক আলোচনা সভা করে জেলা প্রশাসক।
সোমবার বিকেল ৫টায় উপজেলায় পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করে জেলা তথ্য অফিস।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ’র সদস্য এ,এফ,এম ফখরুল ইসলাম মুন্সী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আনোয়র-উল-হালিম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, উপজেলা আ’লীগ সভাপতি জয়নুল আবেদীন, যুগ্ম-সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা মহিলা আ’লীগ’র সভাপতি শিরিন সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সামাদ প্রমূখ। স্বাগতিক বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর।
উক্ত অনুষ্ঠানের পূর্বে উপজেলার জাফরগঞ্জ গঙ্গামন্ডল রাজ ইনিষ্টিটিউশন, চরবাকর আলিম মাদ্রাসা, চরবাকর উচ্চ বিদ্যালয়, বাকসার উচ্চ বিদ্যালয়, বাকসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শ্রেণী কক্ষে পাঠদান করেন।
পরে উপজেলা সাবরেজিষ্টার অফিস ও সহকারি কমিষনার (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক।