চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় চলন্ত মাইক্রোবাস থেকে যুবকের (৩৬) মরদেহ ফেলে দিয়ে যায় দুর্বৃত্তরা। পরে হাইওয়ে পুলিশ অজ্ঞাত নামা ওই যুবকের মরদেহ উদ্ধার করে পাগল পরিচয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠায়।
বুধবার (২০ অক্টোবর) বিকেলে চান্দিনা উপজেলাধীন নূরীতলা এলাকায় মহাসড়কের উপর এ ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্রে জানাযায়, বিকাল পৌঁনে ৩টার দিকে কুমিল্লামুখী সাদা রংয়ের একটি প্রাইভেটকার থেকে তার মরদেহ ফেলে পালিয়ে যায়। বিকালে হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) মনিরুল ইসলাম জানান, লোকটি পাগল ছিল। সে দীর্ঘদিন যাবৎ এ এলাকায় ঘুরাঘুরি করছিল। বিকেলে মরদেহ উদ্ধার কালে তার শরীরের উপর অংশ ডিভাইডারের ও নিচের অংশ শরীর মহাসড়কের উপরে দেখতে পাই। তবে কখন-কিভাবে মারা গেছে তা জানি না। তার কোন পরিচয় না পেয়ে বৃহস্পতিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।
হাইওয়ে পুলিশের এমন তথ্যে হতবাক এলাকাবাসী! ভদ্রচিত পোশাকের ওই ব্যক্তিকে কখনও এ এলাকায় দেখেনি বলে জানায় তারা।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, হাইওয়ে পুলিশ একটি পাগলে মরদেহ পেয়েছে বলে আমাকে অবহিত করেছিল। তার বেশি কিছু আমার জানা নেই।