দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের গুলিতে তিতাস উপজেলার জিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও শ্যালক নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন ও ইসমাইলসহ গুলিবিদ্ধ হয়েছে অন্তত ৮ জন।
মঙ্গলবার সাড়ে ৮টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তিতাস উপজেলার জিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন সরদার (৪৮) এবং তার শ্যালক মহি উদ্দিন (৩৫)।
স্থানীয় সূত্র জানায়, তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মনির হোসেনসহ ১১জন সহযোগী মাইক্রোবাস যোগে কুমিল্লা আদালতে মামলার হাজিরা দিতে যাচ্ছিলেন। এদিকে তার বহনকারী মাইত্রোবাসটি দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্টেশনে পৌঁছলে সেখানে পূর্ব থেকে ওত পেতে থাকা মুখোশ পরিহিত ১০-১২ জন দুবৃর্ত্ত মাইত্রোবাসে গুলিবর্ষন করতে থাকে। এসময় তারা দেশীয় অস্ত্র দিয়ে গাড়ি ভাংচুর চালায় এবং গাড়িতে অবস্থানকারী সদস্যদের কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মহি উদ্দিন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চেয়ারম্যান মনির হোসেনের মৃর্ত্যু হয়।
মনির হোসেনের চাচাতো ভাই মোশাররফ হোসেন জানান, পূর্ব শক্রতার জের ধরে চেয়ারম্যান ও তার সহযোগীদের উপর হামলা ও গুলি চালায় একদল দুর্বৃত্ত। এতে অন্তত আটজন আহত হন।
দাউদকান্দি অফিসার ইনচার্জ মো: আবু সালাম মিয়া জানান, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে চেয়ারম্যান মো: মনির হোসেন ও তার শ্যালক মহিউদ্দিন মারা যায়। বর্তমানে নিহত দু’জনের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।