মোর্শেদুল ইসলাম শাজু, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে আগামী ১৪ নভেম্বর ‘১৬খ্রি. অনুষ্ঠেয় অনুষ্ঠান সম্পর্কে এক প্রেসব্রিফিংয়ের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে জেলা তথ্য অফিসের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিষদ মিলনায়তনে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।
এতে জেলা তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর হোমনা উপজেলার সাংবাদিকদের সাথে প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করা এবং অন্যান্য সকল উন্নয়ন কর্মকা-ের বিশদ বর্ণনা দিয়ে তা গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। প্রেসব্রিফিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও কাজী শহিদুল ইসলাম।
এতে জেলা তথ্য অফিসার মীর আহসানুল কবীর প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উদ্যোগগুলি হচ্ছে একটি বাড়ি একটি খামার, আশ্রায়ণ প্রকল্প-২, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা।
বিশেষ অতিথির বক্তৃতায় ইউএনও কাজী শহিদুল ইসলাম বলেন, সরকার ভিশন টুয়েন্টি-টুয়েন্টি ওয়ান বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২১ সালের মধ্যে বাংলাদেশ বিশে^ একটি মধ্যম আয়ের দেশ এবং ৪১ সালের মধ্যে উন্নত আয়ের দেশে পরিণত হবে। এ জন্য স্ব-স্ব অবস্থান থেকে সকলকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।