দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগ ও দেবিদ্বার উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা।
শুক্রবার বিকালে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ ও দেবিদ্বারে উপজেলা যুবলীগের আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঔ শ্রদ্ধা নিবেদন পর দলিয় কার্যালয় থেকে এক বিশাল বর্ন্যাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি দেবিদ্বার পৌর এলাকা প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে আওয়ামীলীগের কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দেবিদ্বার উপজেলার যুবলীগের সভাপতি হাজী আবুল কাশে ওমানী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের আহবায়ক বাহাউদ্দিন বাহার, কুমিল্লা উঃ জেলা যুবলীগের সদস্য আবুল খায়ের, মোঃ আনোয়ার হোসেন, আহাম্মেদ নিয়াজ সোহেল, সালাউদ্দিন রিপন, কাজি শিহাব, দেবিদ্বার উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও দেবিদ্বার এস এ সরকারি কলেজের সাবেক ভিপি বাবুল হোসেন রাজু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক।
এই সময় আরো উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন, দেবিদ্বার পৌর শাখার ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সুমন, পৌর শাখার যুবলীগের সভাপতি কামরুল খালেদ সুমন, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রুবেল, কুমিল্লা উত্তর জেলার স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ সাদ্দাম হোসেন, পৌর শাখার যুবলীগের সাধার সম্পাদক অহেদ সরকার, যুবলীগ নেতা মাসুম রানা ওমানী, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ন আবায়ক মোঃ হোসেইন, সয়ন দাস, আমিনুল ইসলাম সুমন, উপজেলা যুবলীগ নেতা আল আমিন খান।