ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হোমনায় ব্যাটারিচালিত রিকশা-তেজস্ক্রীয় আলোবিচ্ছুরিত হেডলাইট নিষিদ্ধ

মোর্শেদুল ইসলাম শাজু, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনায় রাস্তায় চলাচলকারী নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশা এবং কার্বন নিঃসরিত পরিবেশ দুষণকারী ব্যাটারিচালিত মোটরবাহী রিক্শা ও মানুষের চোখের ক্ষতিকারক অতি তেজস্ক্রীয় আলো বর্ধনকারী অবৈধ হেডলাইট নিষিদ্ধ, সিএনজি অটোরিক্শা, খাবার হোটেল, হাসপাতালে অভিযান চালিয়ে পঁয়ত্রিশ হাজার দুই শ’ টাকা জারিমানা আদায় করেছেন ভ্রম্যমাণ আদালত।

সোমবার বিকেল চার টায় পৌরসভার উপ সহকারি প্রকৌশলী মো. জহির উদ্দিন এবং সঙ্গীয় ফোর্সসহ পুলিশের এএসআই আশ্রাফ উদ্দিন ভূইয়াকে সঙ্গে নিয়ে শিল্পকলা মোড়ে এ অভিাযান পরিচালনা করেন  উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার কাজী শহিদুল ইসলাম।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও দীর্ঘ দিন ধরে বিভিন্ন রাস্তা ও সড়কে চলাচলকারী মানুষের চোখের ক্ষতিকারক অতি তেজস্ক্রীয় হেডলাইট, পরিবেশ দুষণকারী কার্বন নিঃসরিত ব্যাটারিচালিত অটোরিক্শা নিষিদ্ধের দাবি উঠেছিল। অবশেষে এ সমস্ত যান বন্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পদক্ষেপে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।
এতে লাইসেন্স না থাকায় উপজেলা সদরের ব্যাক্তি মালিকানাধীন এশিয়া জেনারেল হাসপাতালকে বিশ হাজার, পুরনো বাসস্ট্যান্ড এলাকায় নোংরা পরিবেশের কারণে দিলীপের হোটেলকে দশ হাজার, মানহীন শুকনো খাদ্যদ্রব্য বিক্রির দায়ে ব্রজেন্দ্রকে এক হাজার, হেলমেট না থাকায় মোটরসাইকেল চালককে পাঁচ শ’, নাম্বার ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ছয়টি সিএনজি অটোরিক্শাকে তিন হাজার সাত শ’ টাকাসহ মোট পঁয়ত্রিশ হাজার দুই শ’ টাকা জরিমানা করা হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ

হোমনায় ব্যাটারিচালিত রিকশা-তেজস্ক্রীয় আলোবিচ্ছুরিত হেডলাইট নিষিদ্ধ

আপডেট সময় ০৩:৫৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০১৬
মোর্শেদুল ইসলাম শাজু, বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনায় রাস্তায় চলাচলকারী নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশা এবং কার্বন নিঃসরিত পরিবেশ দুষণকারী ব্যাটারিচালিত মোটরবাহী রিক্শা ও মানুষের চোখের ক্ষতিকারক অতি তেজস্ক্রীয় আলো বর্ধনকারী অবৈধ হেডলাইট নিষিদ্ধ, সিএনজি অটোরিক্শা, খাবার হোটেল, হাসপাতালে অভিযান চালিয়ে পঁয়ত্রিশ হাজার দুই শ’ টাকা জারিমানা আদায় করেছেন ভ্রম্যমাণ আদালত।

সোমবার বিকেল চার টায় পৌরসভার উপ সহকারি প্রকৌশলী মো. জহির উদ্দিন এবং সঙ্গীয় ফোর্সসহ পুলিশের এএসআই আশ্রাফ উদ্দিন ভূইয়াকে সঙ্গে নিয়ে শিল্পকলা মোড়ে এ অভিাযান পরিচালনা করেন  উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার কাজী শহিদুল ইসলাম।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও দীর্ঘ দিন ধরে বিভিন্ন রাস্তা ও সড়কে চলাচলকারী মানুষের চোখের ক্ষতিকারক অতি তেজস্ক্রীয় হেডলাইট, পরিবেশ দুষণকারী কার্বন নিঃসরিত ব্যাটারিচালিত অটোরিক্শা নিষিদ্ধের দাবি উঠেছিল। অবশেষে এ সমস্ত যান বন্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পদক্ষেপে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।
এতে লাইসেন্স না থাকায় উপজেলা সদরের ব্যাক্তি মালিকানাধীন এশিয়া জেনারেল হাসপাতালকে বিশ হাজার, পুরনো বাসস্ট্যান্ড এলাকায় নোংরা পরিবেশের কারণে দিলীপের হোটেলকে দশ হাজার, মানহীন শুকনো খাদ্যদ্রব্য বিক্রির দায়ে ব্রজেন্দ্রকে এক হাজার, হেলমেট না থাকায় মোটরসাইকেল চালককে পাঁচ শ’, নাম্বার ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ছয়টি সিএনজি অটোরিক্শাকে তিন হাজার সাত শ’ টাকাসহ মোট পঁয়ত্রিশ হাজার দুই শ’ টাকা জরিমানা করা হয়।