ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়া

 

মো: নাজিম উদ্দিন:

০৬ জানুয়ারী (মুরাদনগর বার্তা ডটকম):

কুমিল্লার আলেখারচর বিশ্বরোডে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসময় কয়েক রাউন্ড টিয়ারশেল ও এক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।

বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টিকালের অবরোধ চলাকালে মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।  অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকাল থেকেই যানবাহন চলাচল করছে না।

স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের আলেখারচর এলাকায় সকাল থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অবস্থান করছিল। সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির এক কর্মী ইট ছুড়ে একটি ট্রাকের কাচ ভাঙচুর করলে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও এক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সামসুজ্জামান জানান, নাশকতা ঠেকাতে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে, ভোর ৬টা থেকেই মহাসড়কে দুই/একটি ট্রাক ছাড়া দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মুরাদনগর উপজেলা বিএনপির ১৭ বছর পর বিজয় দিবস উদযাপন

কুমিল্লায় পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট সময় ০৮:১৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০১৫

 

মো: নাজিম উদ্দিন:

০৬ জানুয়ারী (মুরাদনগর বার্তা ডটকম):

কুমিল্লার আলেখারচর বিশ্বরোডে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এসময় কয়েক রাউন্ড টিয়ারশেল ও এক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।

বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টিকালের অবরোধ চলাকালে মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।  অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকাল থেকেই যানবাহন চলাচল করছে না।

স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের আলেখারচর এলাকায় সকাল থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অবস্থান করছিল। সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির এক কর্মী ইট ছুড়ে একটি ট্রাকের কাচ ভাঙচুর করলে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও এক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সামসুজ্জামান জানান, নাশকতা ঠেকাতে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে, ভোর ৬টা থেকেই মহাসড়কে দুই/একটি ট্রাক ছাড়া দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।