মো: নাজিম উদ্দিন:
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউপির সাতমোড়া গ্রামে আড়াই শতাধিক পরিবারের মধ্যে ২.৫কি:মি: বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
জাহাপুর ইউপি চেয়ারম্যান একেএম সফিকুল ইসলামের সভাপতিত্বে ইউপি আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক হুমায়ন কবিরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো: সাদেক জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন আল রশিদ, উপজেলা যুবলীগের আহব্বায়ক খায়রুল আলম সাধন, সাবেক ইউপি চেয়ারম্যান হাকিম সওদাগর, জাহাপুর ইউপি আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আমিরুল ইসলাম, সহসভাপতি ও ইউপি সদস্য আলী নেওয়াজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ফয়াসাল আহম্মেদ (নাহিদ)। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওমর হায়দার, ইউপি সদস্য মমতাজ বেগম , আবু সাইদ, আব্দুল গনি , শাহিন ভুইয়া, ফরহাদ হোসেন প্রমুখ।