ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে ২৯ টি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য

মো: মোশাররফ হোসেন মনির:
০৯ জানুয়ারী (মুরাদনগর বার্তা ডটকম) :

মুরাদনগর উপজেলার ২৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে সংশ্লিষ্ট বিদ্যালয়ে প্রশাসনিকসহ শিক্ষা কাযক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

জানা যায়, ২০১১ সাল থেকে পর্যায়ক্রমে স্কুলগুলোতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ২০০৯ সাল হতে পদোন্নতি দেওয়ার কাজ বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি। সরকারী নিয়ম অনুযায়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদের শতকরা ৩৫ ভাগ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরন করা হয়। বাকি ৬৫ ভাগ পূরন করা হয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারি শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে হয়ে থাকে।

প্রধান শিক্ষক না থাকা স্কুল গুলো হলো, চন্দনাইল, পেন্নাই, মোহাম্মদপুর, শাগদা, করুইবাড়ি, মেটংঘর, বলিঘড়, হায়দ্রাবাদ পূর্ব, বারের্শ্বর, শোনারামপুর, আন্দিকোট, জাড্ডা, হিরাপুর, পূর্বধৈইর, নবীয়াবাদ, গাজিপুর দক্ষিন, ধনপতিখোলা, নওগাঁ উত্তর, পোষ্কনিপাড়, রগুরামপুর, কইজুরী, রামপুর উত্তর, কৃষ্ণপুর, খোরুইল, কাজিযাতল উত্তর, পোটিয়াজুরী, পান্তি, দৈইয়ারা ও লক্ষিপুর সরকারী প্রথমিক বিদ্যালয়।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ, এন, এম মাহবুব আলম জানান, ২৫ টি স্কুলগুলোতে প্রধান শিক্ষক দেওয়ার জন্য ও ২৫ জন শিক্ষকদের তালিকা পদোন্নতি দেওয়ার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসেকে লিখিত ভাবে জানানো হয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মুরাদনগর উপজেলা বিএনপির ১৭ বছর পর বিজয় দিবস উদযাপন

মুরাদনগরে ২৯ টি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য

আপডেট সময় ০৯:১৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০১৫
মো: মোশাররফ হোসেন মনির:
০৯ জানুয়ারী (মুরাদনগর বার্তা ডটকম) :

মুরাদনগর উপজেলার ২৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে সংশ্লিষ্ট বিদ্যালয়ে প্রশাসনিকসহ শিক্ষা কাযক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

জানা যায়, ২০১১ সাল থেকে পর্যায়ক্রমে স্কুলগুলোতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ২০০৯ সাল হতে পদোন্নতি দেওয়ার কাজ বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি। সরকারী নিয়ম অনুযায়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদের শতকরা ৩৫ ভাগ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরন করা হয়। বাকি ৬৫ ভাগ পূরন করা হয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারি শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে হয়ে থাকে।

প্রধান শিক্ষক না থাকা স্কুল গুলো হলো, চন্দনাইল, পেন্নাই, মোহাম্মদপুর, শাগদা, করুইবাড়ি, মেটংঘর, বলিঘড়, হায়দ্রাবাদ পূর্ব, বারের্শ্বর, শোনারামপুর, আন্দিকোট, জাড্ডা, হিরাপুর, পূর্বধৈইর, নবীয়াবাদ, গাজিপুর দক্ষিন, ধনপতিখোলা, নওগাঁ উত্তর, পোষ্কনিপাড়, রগুরামপুর, কইজুরী, রামপুর উত্তর, কৃষ্ণপুর, খোরুইল, কাজিযাতল উত্তর, পোটিয়াজুরী, পান্তি, দৈইয়ারা ও লক্ষিপুর সরকারী প্রথমিক বিদ্যালয়।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ, এন, এম মাহবুব আলম জানান, ২৫ টি স্কুলগুলোতে প্রধান শিক্ষক দেওয়ার জন্য ও ২৫ জন শিক্ষকদের তালিকা পদোন্নতি দেওয়ার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসেকে লিখিত ভাবে জানানো হয়েছে।