স্টাফ রির্পোটারঃ
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও সাবেক নৌ-বাহিনীর প্রধান মো. আবু তাহের (চশমা) বিজয় লাভ করেছেন।
জানা যায়, জেলার ১৫টি ওয়ার্ডে মোট ভোটার ছিল ২ হাজার ৫৫১ জন। নির্বাচনে আবু তাহের পেয়েছেন ১ হাজার ২৮১ ভোট এবং সাজ্জাদ হোসেন পেয়েছেন ১ হাজার ২৩৩ ভোট। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।