মো: মোশাররফ হোসেন মনিরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার ৩ শত ৫৫টি বিদ্যালয়ের এক লক্ষ কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবর্ষের প্রথম দিন বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই পোঁছে দেওয়ার লক্ষ্যে বই বিতরনে সকল প্রস্তুতি সম্পর্ন করেছে উপজেলা শিক্ষা অফিস।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২০৩টি প্রাথমিক বিদ্যালয় ও ১৫২টি কিন্ডারগার্ডেনের প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত এক লক্ষ শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে বিনামূল্যের বই বিতরনের জন্য ৪ লক্ষ ৪৬ হাজার টি নতুন বই প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার কাজ শেষ হয়েছে । ১ জানুয়ারী রবিবার বই উৎসবের মাধ্যমে শিশুদের মাঝে বই বিতরনের শুভ উদ্বোধন করা হবে।
মুরাদনগর উপজেলা শিক্ষা অফিসার এএনএম মাহবুব আলম জানান, বছর শুরুতে সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করা হবে। সুন্দর ভাবে সকল প্রস্তুতি সর্ম্পন করা হয়েছে।