স্টাফ রির্পোটারঃ
কুমিল্লায় অস্ত্র-গুলিসহ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী শাখাওয়াত হোসেন ওরফে পিচ্চি সুমন ওরফে পা-কাটা সুমনকে গ্রেফতার করা হয়েছে।
নগরীর রেসকোর্স এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। পিচ্চি সুমন ওই এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে।
ডিবির ওসি একেএম মনজুর আলম জানান, শনিবার ভোরে নগরীর রেসকোর্স এলাকায় সন্ত্রাসী পিচ্চি সুমনের (২৭) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে একটি এলজি, এক রাউন্ড গুলি গুলি ও একটি চাপাতিসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে।