তৌহিদুর রহমানঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় মো: সাইদুজ্জামান নামে এক ভুয়া চিকিৎসককে ২ বছরের কারাদন্ড ও হাসপাতাল কতৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় অবস্থিত ইউনাইটেড হাসপাতাল থেকে আটক ওই চিকিৎসককে এ সাজা প্রদান করে থানা পুলিশে সোপর্দ করা হয়।
আটক ভুয়া ডাক্তার মো: সাইদুজ্জামান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাটশালা গ্রামের মৃত আক্তারুজ্জামানের ছেলে।
জানা যায়, উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে ভুয়া এমবিবিএস চিকিৎসক মো: সাইদুজ্জামান দীর্ঘদিন যাবত অপারেশনসহ নানা প্রকার চিকিৎসা সেবা প্রদান করে আসছিল। ইতিপুর্বে ভুয়া এ চিকিৎসকের হাতে অপারেশন করে বেশ কয়েকজন রোগীর ক্ষতিগ্রস্থ হয়। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদের ওই হাসপাতালে অভিযান চালায়। এ সময় মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০এর ২৯ এর-১(২) ধারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভুয়া চিকিৎসক সাইদুজ্জামানকে আটক করে ২ বছরের কারাদন্ড প্রদান করে। পরে হাসপাতালের পরিচালক গোলাম দস্তগীরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদের বলেন, প্রতারক চিকিৎসক সাইদুজ্জামান দীর্ঘদিন যাবত অপারেশনসহ চিকিৎসার নামে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছিল। আটকের পর তাকে ২ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।