মো: মোশাররফ হোসেন মনিরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় ব্যবসায়ী মোজাম্মেল হক নাছিরকে (৪৫) কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ী চক্র।
সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলার শ্রীকাইল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীকাইল গ্রামের মৃত্য আ: ছামাদের ছেলে ফুল মিয়া (৩৫) বহুদিন থেকে শ্রীকাইল ইউনিয়নে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার মাদক ব্যবসা বন্ধ ও তার বিরুদ্ধে অনেক দিন থেকে একই গ্রামের সামছুল হকের ছেলে ব্যবসায়ী মোজাম্মেলহক নাছির প্রতিবাদ করে আসছিল। এরই জেড়ে ব্যবসায়ী নাছির শ্রীকাইল গ্রামেই তার শশুড় বাড়ি যাবার পথে শ্রীকাইল কলেজ ছাত্রবাসের পাশের সড়কে মাদক ব্যবসায়ী ফুল মিয়ার নেতৃত্বে ৭/৮ জনের একদল সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এ বিষয়ে আহত ব্যবসায়ী মোজাম্মেল হক নাছির জানান, ফুল মিয়া এলাকার একজন চিহ্নহিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চাদাঁবাজি, মাদক, মারামারিসহ অর্ধ ডজন মামলা রয়েছে। তিনি আরো জানান মামলার প্রস্তুতি চলছে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি, পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।