মো: নাজিম উদ্দিন, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী ডিআর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাও: আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: শাহজাহান।
শিক্ষক মনির হোসেন খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ সৈয়দা হাসিনা আক্তার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য শিশির দত্ত।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অভিভাবক জালাল উদ্দিন, সাংবাদিক বেলাল উদ্দিন আহম্মদ, সহকারি শিক্ষক ময়নল হোসেন, হোলাম হাঙ্কানী, আব্দুল হাই, কামরুজ্জামান, নিলোফা ইয়াসমিনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।