বেলাল উদ্দিন আহাম্মদ, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলা সদরের নূরুন্নাহার বালিকা বিদ্যালয়ের বার্ষিক দোয়া মাহফিল শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা হাসিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফ সি এ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সফিউল আলম তালুকদার, মুরাদনগর সদর ইউ পি চেয়ারম্যান মোস্তাক আহমেদ মাসুদ, এ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি মো: আক্তার হোসেন সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের নির্বাচিত সদস্য মো: খায়রুল আলম সাধন,মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান, মুরাদনগর ডি আর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান,প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো: গাজীউল হক চৌধুরী, বাবুটি পাড়া ইউপি চেয়ারম্যান মো: জাকির হোসেন মুন্সি, ছালিয়াকান্দি ইউপি চেয়ারম্যান মো: আবু মুছা সরকার, পাহাড়পুর ইউপি চেয়ারম্যান আবদুস সামাদ মাঝি, জাহাপুর ইউপি চেয়ারম্যান মো: সফিকুল ইসলাম, দারোরা ইউপি চেয়ারম্যান মো: শাহজাহান বিএসসি, মুরাদনগর প্রেস ক্লাবের সভাপতি যুগান্তর কুমিল্লা ব্যুরো রিপোর্টার ও আরটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মো: আবুল খায়ের, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি মো: হারুনুর রশিদ ও মো: নজরুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বিশেষ ভাবে এ বিদ্যালয়ের ২০১৭ সালের এস এস সি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করেন এ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো: ইয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি,এ বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তুুষ্টি জ্ঞাপন করে বলেন উপজেলা সদরের একমাত্র এ বালিকা বিদ্যালয়টি আগামী দু’বছরের মধ্যে সরকারী করন করা হবে।তিনি বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন করারও প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এ বিদ্যালয়ের সহ:প্রধান শিক্ষক এ এম এম মুজিবুর রহমান।