কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুঘর্টনার কবলে পড়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু। এতে তিনি অক্ষত থাকলেও গাড়িটি ক্ষতিগ্রস্থ হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার গৌরীপুর কলেজের সামনে বরকত উল্লাহ বুলুকে বহনকারী গাড়ির (ঢাকা মেট্রো ঘ-১৩-৮৬৭৭) সঙ্গে চট্টগ্রামগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়।
জানা যায়, শনিবার কুমিল্লায় বেগম খালেদা জিয়ার জনসভায় যোগ দেয়ার জন্য ঢাকা থেকে রওয়ানা করেন বুলু। রাত ১০টার দিকে তাকে বহনকারী গাড়ির সঙ্গে দাউদকান্দি উপজেলার গৌরীপুর কলেজের সামনে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনি কিংবা তার সফরসঙ্গীদের কারো কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে বহনকারী গাড়িটির ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে দাউদকান্দি উপজেলা বিএনপির শতাধিক নেতাকর্মী ঘটনাস্থলে উপস্থিত হন। পরে অন্য একটি গাড়িতে করে রাত পৌনে ১১টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত সমাবেশ স্থলের উদ্দেশে রওয়ানা হন বুলু।