মোর্শেদুল ইসলাম শাজু, বিশেষ প্রতিনিধিঃ
চলতি বছরের আসন্ন এসএসসি, ভোকেশনাল ও দাখিলে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে পরীক্ষাকেন্দ্রসমূহের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইউএনও কাজী শহিদুল ইসলাম দায়িত্বপালকারী শিক্ষক পর্যবেক্ষকদের অত্যন্ত নিষ্ঠার সাথে ও নির্ভয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানান। কোনো প্রকার চাপের কাছে নতি স্বীকার না করার কথা বলেন।
এ ছাড়া বিষয়ভিত্তিক শিক্ষকগণ স্ব-স্ব বিষয়ের পরীক্ষায় এবং কোনো শিক্ষকের সন্তান যদি পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে ওই শিক্ষককে দায়িত্ব পালনে বিরত থাকার পরামর্শ দেন। বর্তমান সরকারের ভিশন বাস্তবায়ন করতে হলে পরিক্ষায় নকল না করে যথাযথভাবে পাশ করে সুশিক্ষিত এবং প্রকৃত নাগরিক হয়ে দেশসেবায় অবদান রাখার আহ্বান জানান।
চলতি বছরের আসন্ন এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষে কক্ষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্বপালনকারী শিক্ষককদের সাথে প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় তিনি এ আহ্বান জানান।
মঙ্গলবার বেলা তিন টায় শিল্পকলা একাডেমিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হোমনা-০১ এর কেন্দ্রসচিব হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মারুফ আবদুল কাইয়ুম, হোমনা-০২ এর কেন্দ্র সচিব দুলালপুর চন্দ্রমনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ, হোমনা-০৩ এর কেন্দ্র সচিব রামকৃষ্ণপুর কেকেআরকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, এসএসসি (ভোকেশনাল) কেন্দ্র সচিব হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহামান ও নিলখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল হক সরকার এবং মাদরাসা কেন্দ্র সচিব হোমনা দাখিল মাদরাসার সুপার মাওলানা আবদুস সাত্তার ভূঁইয়া।