জাতীয় ডেস্কঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌরসভার মেয়র ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করার সময় গুলিবিদ্ধ আহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের মৃত্যু হয়েছে। তিনি দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি ছিলেন।
শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় পৌর মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই পিন্টু শাহজাদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি বিজয়কে মারধর করেন। এই ঘটনায় ভিকটিমরা মিরুর বাড়ি ঘেরাও করলে একপর্যায় সংঘর্ষ বাধে। এসময় সংবাদ সংগ্রহের সময় শিমুল গুলিবিদ্ধ হন।