মো: আরিফুল ইসলাম, স্টাফ রির্পোটার, মুরাদনগরঃ
“শিক্ষার আলো জ্বালাবো ডিজিটাল বাংরাদেশ গড়বো” এ প্রতিপাধ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে দিনব্যাপী শিক্ষা মেলা শুভ উদ্বোধন ও অলোচনা সভা করে কুমিল্লা মুরাদনগর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস।
উপজেলা প্রথমিক শিক্ষার ৮টি ক্লাস্টার অংশগ্রহনে ৭টি স্টলের মাধ্যমে অংশগ্রহন করে।
শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সেন্ট্রাল স্কুল প্রঙ্গনে শিক্ষা মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের।
উপজেলা শিক্ষা অফিসার এএনএম মামহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: কবির আহমেদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চৌধুরী, নাজমুল হক শিকদার, তৌহিন কান্তি দাস, সায়মা সাবরিন, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলার সভাপতি রেবেকা শুলতানা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতিরি উপজেলার সভাপতি আবু কাউছার ভূইয়া, শুকলা ভৌমিক, ওমর ফারুক, কামরুল হাছান প্রমুখ।