জাতীয় ডেস্কঃ
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেছেন, গণতন্ত্রকে ফিরিয়ে দিন। ভোটাধিকার ফিরিয়ে দিন, যাতে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
সোমবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বিএনপির মানবাধিকার সেল কর্তৃক প্রকাশিত ‘ফাইটিং মিলিটেন্সি ইন কিউইস্ট অফ পিস’ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, যেখানে গণতন্ত্র থাকবে না সেখানে সন্ত্রাসবাদ, উগ্রাবাদের জন্ম হবে এবং তা আরও প্রসারিত হবে। এই কথাটি হলো আসল কথা। যেটি আমরা বারবার বলার চেষ্টা করছি। এই সন্ত্রাসবাদকে মোকাবেলা করার জন্য প্রয়োজন জাতীয় ঐক্য।