জাতীয় ডেস্কঃ
রাজধানীর পল্টনে নারায়ণগঞ্জের সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের অফিসে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোশাররফ হোসেন নামে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ মোশাররফ হোসেন সংসদ সদস্যের ব্যক্তিগত কোনো কর্মকর্তা কিনা তা নিশ্চিত হওয়া যায় নি।
আজ সোমবার সন্ধ্যায় বিজয় নগরের ৩৭/২, পল্টন টাওয়ারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করে পল্টন থানার ওসি জানিয়েছেন, তারা কীভাবে এই গুলির ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।