কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ১৩ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের আমজাদনগর এলাকার আদর্শগ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে নাছির উদ্দিন (২০)। চাঁদপুরের শাহরাস্তি থানার কাকৈরতলা গ্রামের মো. হাশেমের ছেলে আল আমিন (২৩)। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
চৌদ্দগ্রাম থানার এসআই তারিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াপাড়া এলাকা থেকে আল আমিনকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। বুধবার রাতে বাবুর্চি বাজার এলাকা থেকে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী নাছিরকে আটক করা হয়।