জাতীয় ডেস্কঃ
বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নির্বাচন চায়, অবশ্যই সেই নির্বাচন হতে হবে সকল দলের অংশগ্রহণে।
তিনি বলেন, নির্বাচন কমিশনকে সঠিকভাবে পরিচালনা করতে পারে নির্বাচনকালীন একটি সহায়ক সরকার। যে সরকার নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে কমিশনকে সহায়তা করবে। তিনি বলেন, বিএনপি খুব শিঘ্রই সহায়ক সরকারের রূপরেখা দেবে। মির্জা ফকরুল ইসলাম আলমগীর আরো বলেন, বিএনপি ইতিবাচক রাজনীতি করতে চায় তার প্রত্যাশা সরকারও এতে সাড়া দেবে।
শনিবার ভোলা জেলা বিএনপি’র ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোলা ইসলামিক কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে আবারো বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখা বা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার যে কোন অপচেষ্টা জনগণ মেনে নেবে না।
সম্মেলন উদ্বোধন করেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ।
ভোলা জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সম্মেলনে মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, বিশ্বের কোথাও এমন নজীর নেই ভোট ছাড়া সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, হাফিজ ইব্রাহিম, বিনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আমিনুল হক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম নয়ন, হায়দার আলী লেনিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান, জেলা মহিলা দলের আহ্বায়ক অ্যাডভোকেট সাজেদা আখতার, জেলা যুব দলের আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার আল আমিন প্রমুখ।