মোর্শেদুল ইসলাম শাজু, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় নির্বাচিত পৌর পরিষদের বর্ষপূর্তি পাল করেছে পৌরসভা।
গত বৃহস্পতিবার বিকেলে পৌর সম্মেলন কক্ষে বর্তমান মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও পৌরবাসীর জন্য বিশেষ দোয়া, আলোচনাসভা এবং বায়ান্ন’র ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম। পৌরসভার সার্বিক মানোন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিত, পরিচ্ছন্ন ও একটি আধুনিক ডিজিটাল পৌরসভা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে নব নির্বাচিত মেয়র বলেন, বর্তমান নির্বাচিত হোমনা পৌর পরিষদ নাগরিকদের কথা চিন্তা করে নতুন করারোপ করেনি। কিছু কিছু ক্ষেত্রে কর মওকুফেরও ব্যবস্থা করা হচ্ছে।
আবদুল মোন্নাফের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, পৌর আওয়ামী লীগ সভাপতি ও জেলা ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোছলেম, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মে. কামাল উদ্দিন, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহনুর আহমেদ সুমন, কাউন্সিলর রাজু আহমেদ রাজ মিয়া, ছাত্রলীগ আহ্বায়ক মো, রফিকুল ইসলাম প্রমুখ।