মোর্শেদুল ইসলাম শাজু, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলার কলাগাছিয়া মফিজ এন্ড আছমত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগতা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিসিআইসি কলেজের প্রভাষক মীর মো. মাসুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক নূর মোহাম্মদ রহমত উল্লাহ।
প্রধান অতিথি ছিলেন নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ওমন্সে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সেলিমা আহমাদ মেরী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশনের সদস্য এস এম আওলাদ হোসেন, মাইক্রো ভাইভার গ্রুপের ডিজিএম মো. শাহ আলম, পাবলিক প্রসিকিউটর অ্যাড. এনামুল হক সরকার, অ্যাড. শিল্পী আক্তার ও আমেনা আফরোজ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মুহসীন সরকার।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আল আমিনের পরিচালনয় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. আবদুর রব, দাতা সদস্য মাহমুদুল হাসান, হোমনা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আক্তার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম কিশোর, ছাত্রলীগের আহ্বায়ক ও হোমনা উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য স্বপন দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক আমেনা বেগম, আ.লীগ নেতা আবদুর রব, জহিরুল ইসলাম, প্রমুখ।