নাজমুল করিম ফারুক, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে উপজেলার গাজীপুর খান হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন। সোমবার উপজেলা মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহের এক আলোচনা সভায় এ ঘোষণা দেয়া হয়।
উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এবারের জরিপে ৫ বিভাগের ৪টিতেই শ্রেষ্ঠত্ব অর্জন করেছে গাজীপুর খান হাইস্কুল এন্ড কলেজ।
এর মধ্যে কলেজ শাখায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান গাজীপুর খান হাইস্কুল এন্ড কলেজ, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উক্ত কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সহকারী অধ্যাপক দিলীপ কুমার রায় ও স্কুল শাখায় একই প্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্রী কাজী সাদিয়া আফরিন অর্পা শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
এ ঘোষণায় গাজীপুর খান হাইস্কুল এন্ড কলেজের প্রায় তিন হাজার শিক্ষার্থীর মধ্যে আনন্দ ও উল্লাস বিরাজ করছে।
এদিকে মাদ্রাসা শাখায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসা, শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান জিয়ারকান্দি হাফিজ উদ্দিন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মৌটুপী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা হনুফা আক্তার, শ্রেষ্ঠ শিক্ষার্থী গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের রাসেল সরকার। কলেজ শাখায় শ্রেষ্ঠ শিক্ষার্থী মেহনাজ হোসেন মীম আদর্শ কলেজের দ্বাদশ শ্রেণির মোক্তার হোসেন। অপরদিকে স্কুল শাখায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (বালিকা) কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মজিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক শাহজামান শুভ।