কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় আশিকুর রহমান আশিক ওরফে বোমা আশিক ওরফে হাত কাটা আশিক নামে ১২ মামলার এক আসামিকে শর্টগান ও রিভলবারসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। তিনি আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকার কলেজ রোডের মোহাম্মদ আলী ওরফে মাহমুদ মিয়া ড্রাইভারের ছেলে।
কুমিল্লাস্থ র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মো. মোস্তফা কায়জার জানান, ‘আশিক নগরীর একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি ও অস্ত্র আইনসহ বিভিন্ন অপরাধে ১২টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সোমবার ভোরে ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।