নাজমুল করিম ফারুক, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে এক আলোচনা সভা সোমবার মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মেঘনা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এএসএম মূসা’র সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল সালাম। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. দিলারা শিরিন, জেলা পরিষদের সদস্য নাসির উদ্দিন শিশির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহ মোঃ ইয়াকুব মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আরিফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশনের ইমাম মোঃ তৌহিদুল ইসলাম, মুজাফ্ফর আলী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আঃ রউফ মজুমদার, কুমিল্লা (উ:) জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ইটালী, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি, মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ,
সমাবেশে বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ এর বিস্তারিত বর্ণনা করে বলেন, এই উদ্যোগগুলোকে যা শেখ হাসিনা বিশেষ উদ্যোগ নামে ব্যান্ডিং করা হযেছে। তা বাস্তবায়ন হলে রূপকল্প ২০২১ ও এমডিজি অর্জন করা কোন কঠিন কাজ হবে না। তিনি বলেন একটি বাড়ী একটি খামার প্রকল্পে যে সুদে ঋৃণ দেয়া হয় তা বাংলাদেশের কোন ব্যাংক থেকে দেয়া হয় না। এ প্রকল্প দারিদ্র ও আত্মকর্মসংস্থানের একটি যুগান্তকারী উদ্যোগ। বক্তারা আরো বলেন টেকসই উন্নয়নের জন্য টেকসই শিক্ষার কোন বিকল্প নাই। তিনি বলেন শুধু আইন দিয়ে বাল্য বিবাহ বন্ধ করা যাবে না। এর জন্য প্রয়োজন বাল্য বিবাহের বিরুদ্ধে মানুষকে সচেতন করা। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাংলাদেশকে ২০২১ সনের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করা। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের আহবান জানান।