জাতীয় ডেস্কঃ
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) এলাকার নির্বাচনি পরিবেশ এবং সিইসির বক্তব্যের মধ্যে কোনো মিল নেই দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা আশা করব কুসিক নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ভোটারদের নির্ভয়ে ভোট প্রদানের পরিবেশ নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনার তার প্রতিশ্রুতি রক্ষা করবেন।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, আর মাত্র একদিন পর কুসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুলিশ ও স্থানীয় সন্ত্রাসীরা বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে। বিএনপি মনোনীত প্রার্থীর পোস্টার, ব্যানার, লিফলেট ইত্যাদি ছিঁড়ে ফেলা হচ্ছে। বিশেষ করে কুসিক এলাকার বর্ধিত ৯টি ওয়ার্ডে প্রশাসনের ছত্রছায়ায় সন্ত্রাসীরা এতোটাই বেপরোয়া যে, সেখানকার সাধারণ ভোটারসহ বিএনপি সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বর্ধিত এ ৯টি ওয়ার্ডের ভোটকেন্দ্রসহ মোট ৪৩টি ভোটকেন্দ্রকে অত্যধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে সেখানকার সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে হবে।
এ ছাড়া পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ নির্বাচনি এলাকায় বিএনপি নেতাকর্মীদের হুমকি, গ্রেফতার ও তল্লাশির নামে হয়রানি অব্যাহত রেখেছে। বেশ কয়েক দিন ধরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনি প্রচারণায় ব্যাপক অনিয়ম ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগ থাকলেও স্থানীয় প্রশাসন ও স্থানীয় রিটার্নিং অফিসার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। সেখানকার নির্বাচনি পরিবেশ ও সিইসির বক্তব্যের মধ্যে কোনো মিল নেই। তবুও আমরা আশা করব, কুসিক নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ভোটারদের নির্ভয়ে ভোট প্রদানের পরিবেশ নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনার তার প্রতিশ্রুতি রক্ষা করবেন।