মো: মোশাররফ হোসেন মনিরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম সরকারকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে ভাইস চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গত ২৩ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে একথা বলা হয়।
জানা যায়, কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার ইউরো টাইলস্ এন্ড স্যানিটরির স্বত্বাধিকারী মো: নজির আহমেদ টাইলস্ সরবরাহের জন্য নগরীরর পুলিশ লাইন এলাকার জেরিন এন্টারপ্রাইজের মালিক ও মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকারকে ১৩ লক্ষ টাকা প্রধান করেন। পরবর্তীতে টাইলস্ সরবরাহ না করে তিনি টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে টাকা ফেরতের জন্য চাপ সৃষ্টি করা হলে রফিকুল ইসলাম ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর নজির আহমেদকে ১৩ লাখ টাকার একটি চেক প্রদান করেন। ওইদিন টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গেলে হিসাবে টাকা না থাকায় চেকটি ডিজঅনার করা হয়। পরে টাকা ফেরত না পাওয়ায় ওই বছরের ১৩ নভেম্বর নজির আহমেদ বাদী হয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় গত বছরের ১৩ জুন কুমিল্লার ১ম আদালতের যুগ্ম দায়রা জজ মোহাম্মদ ফারুক তাকে এক বছর বিনাশ্রম কারাদন্ড ও চেকে বর্ণিত ১৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।
এর পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, এসটি ৬৫৩/১৬, কোতয়ালী থানার সি. আর. ১০৬১/১৩ মামলায় দোসী সাবাস্থ করে দন্ড প্রদান করায় উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোদন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত] এর ১৩(১)(খ) ধারায় অপরাধের শামিল। সেহেতু সরকার জনস্বাথে মো: রফিকুল ইসলাম সরকারকে মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে অপসারন করা হয়েছে।