জাতীয় ডেস্ক;
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমাকে শেষ বারের মত একটি সুযোগ দিন। ক্ষমতায় যেতে পারলে আবার এদেশের মানুষকের জান মালের নিরাপত্তা দিবো।
সোমবার বিকেলে নরসিংদী জেলা জাতীয় পার্টি আয়োজিত জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক প্রতিমন্ত্রী এড. সালমা ইসলাম এমপি, ঢাকা মহানগরে (উত্তর) সভাপতি এসএম ফয়সল চিশতী।
জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন জাপার কেন্দ্রীয় নেতা আমির হোসেন ভূইয়া এমপি, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া, জাপা নেতা জাকির হোসেন ভূইয়া, ইঞ্জিনিয়ার এমএ ছাত্তার, এসএম জাহাঙ্গীর পাঠান, এড. একেএম রেজাউল করিম বাছেদ, শামীম রানা ভূইয়া, আবু সাঈদ স্বপন প্রমুখ।
এরশাদ বলেন, জীবনের শেষ সময়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাকে শেষ বারের মত একটি সুযোগ দিন। ক্ষমতায় যেতে পারলে আবার এদেশের মানুষকের জান মালের নিরাপত্তা দিবো, দেশের সার্বিক উন্নয়নসহ সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনগণের সঙ্গে থেকে জাতীয় পার্টি কাজ করে যাবে।
সম্মেলনে শফিকুল ইসলাম শফিককে সভাপতি ও হাবিবুর রহমান ভূইয়াকে সাধারণ সম্পাদক করে নরসিংদী জেলা জাতীয় পার্টির কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।