ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এক যুগ পরে ফিরছে ‘আর্ক’

বিনোদন ডেস্কঃ

এদেশের ব্যান্ড সঙ্গীতে জনপ্রিয় একটি নাম ‘আর্ক’। নব্বই দশকের শুরুতে যাত্রা শুরু করা এই ব্যান্ডটি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছে শ্রোতাদের। ব্যান্ডের ভোকালিস্ট হাসান তার ব্যতিক্রমী কণ্ঠের যাদুতে নিজেদের ভিন্ন ও শক্ত অবস্থান তৈরি করেছে ব্যান্ডটি। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা দীর্ঘদিন থাকলেও হঠাৎ যেনো আড়ালে চলে যাই ‘আর্ক’। দীর্ঘদিন তাদের নতুন কোনো গান শুনেনি শ্রোতারা। সেই সময়টাও প্রায় এক যুগ।

তবে ‘আর্ক’ ভক্তদের জন্য সুখবর এবার। নতুন রূপে আবারো ফিরছে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই ব্যান্ডটি। আসন্ন ঈদ উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে ব্যান্ডটির নতুন গান।

চলতি সময়ে নতুন গানের রেকর্ডিং চলছে। গানটি লিখেছেন হাসান। গানের শিরোনাম এখনও জানা যায়নি। শিগগিরই এই বিষয়ে জানানো হবে। শুধু একক গানই নয়, নতুন একটি এলবামেরও প্রস্তুতি নিচ্ছে ‘আর্ক’। এই ঈদেই এলবামটি প্রকাশের খবর পাওয়া যায়। একক গান ও এলবাম প্রকাশ হবে জি সিরিজের ব্যানারে।

‘আর্ক’-এর বর্তমান লাইন আপে রয়েছেন হাসান (ভোকাল), টিংকু এ রহমান (কীবোর্ড), এস আই সুমন (গিটার), নমন (বেজ গিটার), জিমি (ড্রামস) ও নিপু (গিটার)।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে ছাত্রজনতার বিক্ষোভ

এক যুগ পরে ফিরছে ‘আর্ক’

আপডেট সময় ০৭:২২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯
বিনোদন ডেস্কঃ

এদেশের ব্যান্ড সঙ্গীতে জনপ্রিয় একটি নাম ‘আর্ক’। নব্বই দশকের শুরুতে যাত্রা শুরু করা এই ব্যান্ডটি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছে শ্রোতাদের। ব্যান্ডের ভোকালিস্ট হাসান তার ব্যতিক্রমী কণ্ঠের যাদুতে নিজেদের ভিন্ন ও শক্ত অবস্থান তৈরি করেছে ব্যান্ডটি। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা দীর্ঘদিন থাকলেও হঠাৎ যেনো আড়ালে চলে যাই ‘আর্ক’। দীর্ঘদিন তাদের নতুন কোনো গান শুনেনি শ্রোতারা। সেই সময়টাও প্রায় এক যুগ।

তবে ‘আর্ক’ ভক্তদের জন্য সুখবর এবার। নতুন রূপে আবারো ফিরছে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই ব্যান্ডটি। আসন্ন ঈদ উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে ব্যান্ডটির নতুন গান।

চলতি সময়ে নতুন গানের রেকর্ডিং চলছে। গানটি লিখেছেন হাসান। গানের শিরোনাম এখনও জানা যায়নি। শিগগিরই এই বিষয়ে জানানো হবে। শুধু একক গানই নয়, নতুন একটি এলবামেরও প্রস্তুতি নিচ্ছে ‘আর্ক’। এই ঈদেই এলবামটি প্রকাশের খবর পাওয়া যায়। একক গান ও এলবাম প্রকাশ হবে জি সিরিজের ব্যানারে।

‘আর্ক’-এর বর্তমান লাইন আপে রয়েছেন হাসান (ভোকাল), টিংকু এ রহমান (কীবোর্ড), এস আই সুমন (গিটার), নমন (বেজ গিটার), জিমি (ড্রামস) ও নিপু (গিটার)।