ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় করোনা আক্রান্তে নতুন মৃত্যুবরণকারী ২ জনই দেবিদ্বারের

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে দুইজন মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণকারী দুজনই দেবিদ্বার উপজেলার।

মৃত্যুবরণকারী দুজনের মধ্যে একজনের নাম জামাল হাজারী (৩৬)। সে দেবিদ্বার পৌর এলাকার চাঁপানগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে পেশায় একজন মুদি ব্যবসায়ী।

গত মঙ্গলবার জ্বর, গলা ব্যথা ও শ্বাস কষ্ট থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মামার করোনার নমুনা দেয়ার পর বাড়িতে চলে যান। কিন্তু বৃহস্পতিবার দুপুরের দিকে তার মামার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

তখনো করোনার রিপোর্ট হাতে আসেনি, তখন তাকে একটি এ্যাম্বুলেন্সযোগে কুমিল্লায় নেয়ার পথে বিকালের দিকে করোনা পজেটিভ ফল আসার খবরে দেবিদ্বারে ফিরে আসতে চায়। কিন্ত পথেই চালক তার করোনা পজেটিভ আসায় গাড়ি থেকে নামিয়ে দেয়। আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কোন এ্যাম্বুলেন্স ঢাকায় যেতে রাজি হয়নি। পরে ডাক্তারদের সহায়তায় ঢাকা থেকে এ্যাম্বুলেন্স আসার পর রাত ৯টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলেও উপজেলা সদরের অদূরেই তার মৃত্যু হয়।

মৃত অপর জনের বাড়ী দেবিদ্বার উপজেলায় নবীয়াবাদ গ্রামে। তাঁর নাম আতিকুল ইসলাম (৬০)। তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় আরো ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৩৪ জন। নতুন করে মৃত্যুবরণ করেছে ২ জন, মোট মৃত্যু ৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে দেবিদ্বারের ৬ জন, বরুড়ার ৩ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ২ জন, আদর্শ সদর ১ জন।

উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা, দেবীদ্বারে ৩৮ জন, তিতাসে ১১ জন, লাকসামে ১৩ জন, দাউদকান্দিতে ৮ জন, চান্দিনায় ১১ জন, বুড়িচং এ ৮ জন, মুরাদনগরে ১২ জন বরুড়ায় ১০ জন, মনোহরগঞ্জে ৫ জন, ব্রাহ্মনপাড়ায় ২ জন, হোমনায় ২ জন, সদর দক্ষিনে ৩ জন, মেঘনায় ২ জন, চৌদ্দগ্রামে ১ জন ও সিটি কর্পোরেশনে ৬ জন, আদর্শ সদর ২ জনসহ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১৩৪ জন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষক ও উদ্যোক্তাদের দিনব্যাপী কর্মশালা

কুমিল্লায় করোনা আক্রান্তে নতুন মৃত্যুবরণকারী ২ জনই দেবিদ্বারের

আপডেট সময় ১১:৩০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে দুইজন মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণকারী দুজনই দেবিদ্বার উপজেলার।

মৃত্যুবরণকারী দুজনের মধ্যে একজনের নাম জামাল হাজারী (৩৬)। সে দেবিদ্বার পৌর এলাকার চাঁপানগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে পেশায় একজন মুদি ব্যবসায়ী।

গত মঙ্গলবার জ্বর, গলা ব্যথা ও শ্বাস কষ্ট থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মামার করোনার নমুনা দেয়ার পর বাড়িতে চলে যান। কিন্তু বৃহস্পতিবার দুপুরের দিকে তার মামার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

তখনো করোনার রিপোর্ট হাতে আসেনি, তখন তাকে একটি এ্যাম্বুলেন্সযোগে কুমিল্লায় নেয়ার পথে বিকালের দিকে করোনা পজেটিভ ফল আসার খবরে দেবিদ্বারে ফিরে আসতে চায়। কিন্ত পথেই চালক তার করোনা পজেটিভ আসায় গাড়ি থেকে নামিয়ে দেয়। আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কোন এ্যাম্বুলেন্স ঢাকায় যেতে রাজি হয়নি। পরে ডাক্তারদের সহায়তায় ঢাকা থেকে এ্যাম্বুলেন্স আসার পর রাত ৯টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হলেও উপজেলা সদরের অদূরেই তার মৃত্যু হয়।

মৃত অপর জনের বাড়ী দেবিদ্বার উপজেলায় নবীয়াবাদ গ্রামে। তাঁর নাম আতিকুল ইসলাম (৬০)। তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় আরো ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৩৪ জন। নতুন করে মৃত্যুবরণ করেছে ২ জন, মোট মৃত্যু ৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে দেবিদ্বারের ৬ জন, বরুড়ার ৩ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন ২ জন, আদর্শ সদর ১ জন।

উপজেলাভিত্তিক আক্রান্তের সংখ্যা, দেবীদ্বারে ৩৮ জন, তিতাসে ১১ জন, লাকসামে ১৩ জন, দাউদকান্দিতে ৮ জন, চান্দিনায় ১১ জন, বুড়িচং এ ৮ জন, মুরাদনগরে ১২ জন বরুড়ায় ১০ জন, মনোহরগঞ্জে ৫ জন, ব্রাহ্মনপাড়ায় ২ জন, হোমনায় ২ জন, সদর দক্ষিনে ৩ জন, মেঘনায় ২ জন, চৌদ্দগ্রামে ১ জন ও সিটি কর্পোরেশনে ৬ জন, আদর্শ সদর ২ জনসহ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১৩৪ জন।